পাঁচ জেলাশাসকের বদলির নির্দেশ নবান্নের

পাঁচ জেলাশাসককে বদলি করা হল৷ উত্তর ২৪ পরগণার জেলাশাসকের পাশাপাশি এই জেলার অতিরিক্ত জেলাশাসককেও বদলি করা হয়েছে৷ অন্যদিকে সচিবস্তরের কয়েকজন আইএএস অফিসারকেও বদলি করা হয়েছে৷ যদিও নবান্ন একে নিয়মমাফিক বদলি বলেই দাবি করছে৷

সরকারি নির্দেশিকা অনুযায়ী, উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালী চক্রবর্তীকে স্বরাষ্ট্র দফতরের বিশেষ সচিব বদে বদলি করা হয়েছে৷ তার জায়গায় আসছেন রাজ্য শিল্পোন্নয়ন নিগমের এগ্জিকিউটিভ ডিরেক্টর সুমিত গুপ্ত৷ এছাড়া এই জেলার অতিরিক্ত জেলাশাসক এনাউর রহমানকে পূর্ব বর্ধমানের জেলাশাসক করা হয়েছে৷

পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতীকে বীরভূমের জেলাশাসক পদে বদলি করা হয়েছে। আর বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারাকে জলপাইগুড়ির জেলাশাসক করা হয়েছে। জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক তেওয়ারি বদলি হয়ে এলেন উচ্চশিক্ষা দফতরের যুগ্মসচিব পদে।

দার্জিলিংয়ের জেলাশাসক পোন্নমবলম এস-কে ভূমি ও ভূমি সংস্কার দফতরের যুগ্মসচিব পদে বদলি করা হয়েছে। দার্জিলিঙের জেলাশাসক করা হয়েছে শশাঙ্ক শেঠিকে। তিনি বর্তমানে রাজ্য কৃষি বিপণন নিগমের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন৷ নদিয়ার জেলাশাসক বিভু গোয়েল হলেন পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক।

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষকে নদিয়ার জেলাশাসক পদে বদলি করা হয়েছে৷ পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদারকে মুখ্যমন্ত্রীর দফতরে যুগ্মসচিব পদে নিয়ে আসা হচ্ছে। পুরুলিয়ার জেলাশাসক করা হচ্ছে অভিজিৎ মুখোপাধ্যায়কে৷

আগেও আইপিএস অফিসারদের বদলি করা হয়েছে৷ কয়েক মাস আগে ৪ জন আইপিএসকে বদলির নির্দেশ দিয়েছে সরকার৷ তাদের মধ্যে ছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি লক্ষ্মী নারায়ণ মিনা৷ তাকে পাঠানো হয়েছে IGP,CID,WB করে৷ আর বিধাননগর পুলিশ কমিশনারেটের নতুন সিপি হয়ে এসেছেন মুকেশ,আইপিএস৷ তিনি ডিআইজি মুর্শিদাবাদ ছিলেন৷

আইপিএস সুনিল কুমার চৌধুরী DIG,CID,(Operation),WB পদ থেকে মুর্শিদাবাদ ডিআইজি পদে নিয়ে আসা হয়েছে৷ এছাড়া আইপিএস রনেন্দ্র নাথ ব্যানার্জী বিধাননগর পুলিশ কমিশনারেটের জয়েন্ট সিপি (হেডকোয়াটার) ছিলেন৷ তাকে নিয়ে আসা হয়েছে ডিআইজি (বর্ডার)আইবি পদে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.