সকাল থেকেই বুথ জ্যামের অভিযোগ ছিল। বারবার শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছিলেন বিরোধীরা। খবর পেয়ে এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। তবে হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থল দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের কানদিঘি গ্রাম।
পদুমা গ্রাম পঞ্চায়েতের ২৮২/২৫৯ নম্বর বুথে সকাল থেকে কিছু লোক মোবাইল ফোন নিয়ে ঘোরাফেরা করছিল বলে অভিযোগ। বুথে ঢুকে ফোন করা বারণ থাকলেও তাও অবাধেই চলছিল বলে অভিযোগ করেছেন বিরোধীরা। বুথ জ্যাম করে ভোটারদের ঢুকতে বাধা দেওয়াই ছিল শাসকদলের আসল লক্ষ্য। এমনটাই অভিযোগ বিজেপির।
বেলা গড়াতেই বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়। এরপরেই ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। বুথ থেকে ভিড় হটাতে তারা শূন্যে গুলি ছোড়ে। ভয়ে ছোটাছুটি শুরু হয়ে যায়। পড়ে গিয়ে জখম হন তিনজন। কবে গুলিতে কেউ হতাহত হননি।
ঘটনার জেরে প্রায় দেড় ঘণ্টা ওই বুথে ভোটগ্রহণ বন্ধ ছিল।