শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেল নোনাপুকুর ট্রাম ডিপোয় রাখা ডাবলুবিটিসি-র (WBSTC) একটি বাস। পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে মাত্র ছয় মাস আগে কেনা হয়েছিল ৫০ লক্ষ টাকা দামের নতুন এই ব্যাটারিচালিত এসি বাস। ওই বাসটিতে আগুন লাগার পর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাসের ইঞ্জিন ও এসি প্যানেল।
ডিপো সূত্রে খবর, মঙ্গলবার ভোর ৫টায় ওই ট্রাম ডিপোয় এসে দাঁড়ায়। যাওয়ার কথা ছিল শ্যামবাজার (Shyambazar) হয়ে বিটি রোড দিয়ে ডানলপ। বাসের রুটিন রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। বাসের চাকার মাড গার্ডের ওপরের অংশে সামান্য ঝালাইয়ের প্রয়োজন ছিল। সেই কাজ শুরু করার সঙ্গে সঙ্গেই এই বিপত্তি। এন্টালি দমকল কেন্দ্রে খবর দেওয়ার পর দমকলের দুটিটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভালেও বাসের ইঞ্জিন বাঁচানো যায়নি বলে খবর।
সূর্য সরকার।