রাস্তা নাকি ধান জমি!
দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা, পঞ্চায়েত থেকে ব্লক কোথাও বাকি নেই অভিযোগ জানাতে। কিন্ত কোনরকম সুরাহা হয়নি। অবশেষে রাস্তা সারাইয়ের দাবিতে অভিনব পন্থা বেছে নিল মহঃবাজার ব্লকের আঙ্গারগড়িয়ার গ্রামের নতুনপল্লীর গৃহবধূরা।
গ্রামের গৃহবধূরা একজোট হয়ে এদিন সকলে মিলে রাস্তার উপরে ধান পুঁততে শুরু করে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, আঙ্গারগড়িয়া গ্রাম থেকে প্যাটেলনগর যাওয়ার জন্য একটি মাত্র রাস্তা। সেই রাস্তা দীর্ঘদিন ধরেই জলে জলাময়।একহাঁটু কাদা জল পেরিয়ে স্কুল কলেজ অফিস কাছাডী যেতে হয় গ্রামবাসীদের। পঞ্চায়েত এবং ব্লক অফিসে জানিয়েও কোনো সুরাহা হয়নি।
গ্রামের বাসিন্দা গৃহবধূ মৌসুমী চক্রবর্তী জানান, “রাস্তার এই যে বেহাল অবস্থা তার জন্য আমরা পঞ্চায়েত ও ব্লক কর্তৃপক্ষকে জানিয়েও যখন সুরাহা হয়নি তখন মাঠের ধান রাস্তায় পুঁতে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি।”
এলাকার আরও এক গৃহবধূ মমতা দাস জানান, “এ বছর বর্ষা হয়নি, জলের অভাবে মাঠে ধান পোতা যাচ্ছে না। অথচ আমাদের এখানের অবস্থা দেখুন, যেখানে জল জমে এমন অবস্থা তৈরি হয়েছে, যাতে রাস্তাতেই পোঁতা যাচ্ছে ধান।”
স্থানীয়দের বিক্ষোভ দেখানো খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আঙ্গারগড়িয়া পঞ্চায়েতের প্রধান সোনালী বাগদি। তিনি এলাকার গৃহবধূদের আশ্বাস দেন বিষয়টি খতিয়ে দেখার জন্য এবং তারপর উঠে যায় বিক্ষোভ। সোনালী বাগদি বলেন,” আমি নিজে এসে দেখে গেলাম গ্রামের বাসিন্দা সমস্যা। যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।”