রাজ্যজুড়ে ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প চলছে। আজ এই ভাষাতেই রাজ্যের শাসক দলের কড়া সমালোচনা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নিউটাউনে তিনি অভিযোগ করেন, শুধু কলকাতা নয় পূর্ব বর্ধমান শহরেও বেআইনি ক্যাম্প চলছে।
প্রসঙ্গত, গতকাল ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প চালানোর জন্য একজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। এই ঘটনায় কারা যুক্ত তার তদন্ত করছে লালবাজারের গোয়েন্দারা। ভ্যাকসিনগুলি আদৌও সঠিক ছিল কি না তাও তদন্ত করছেন লালবাজারের গোয়েন্দারা। এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি আজ বলেন, কলকাতায় রমরমিয়ে কয়েকদিন হল ক্যাম্প চলেছে। সাংসদরা উপস্থিত হয়েছেন। তারপরও প্রশাসন জানে না বলছে। এটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না। বরং টাকা নিয়ে রাজ্যজুড়ে জালিয়াতি চলছে বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ।
জাল ভ্যাকসিন কারবারিদের তিনি দ্রুত গ্রেপ্তার চান। দিলীপবাবু বলেন, আগে বলা হচ্ছিল কেন্দ্র ভ্যাকসিন দিচ্ছে না। অথচ কেন্দ্র সাধ্যমত ভ্যাকসিন পাঠিয়ে যাচ্ছে। আর কেন্দ্রের ভ্যাকসিন নিয়ে তৃণমূলের নেতারা চুরি শুরু করেছে বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ।