রাজ্য জুড়ে আলুচাষিদের আত্মহত্যা বাড়ছে বলে বিধানসভায় অভিযোগ করছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাল্টা রাজ্য সরকারের দাবি, কেন্দ্রীয় সরকারের নীতিই কৃষকদের আত্মহত্যার জন্য দায়ী। এরপর গতকাল ফের এক আলুচাষির মৃত্যু হয়। আর তারপরই রাজ্য সরকারকে নিশানা করে তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতা।নিজের টুইটার হ্যাণ্ডল থেকে মৃত আলুচাষির ছবি শেয়ার করে নন্দীগ্রামের সাংসদ লেখেন, দ্বিতীয় আলুচাষি আত্মহত্যা করলেন। আগে চন্দ্রকোনার রবীন্দ্রনাথ চক্রবর্তী, আর তারপর গোয়ালতোড়ের বাপ্পা দাস। অর্থনৈতিক চাপ সামলাতে না পেরে নিজেকেই শেষ করে দিচ্ছেন চাষিরা।’গত সোমবার বিধানসভার কৃষকদের অধিকারের দাবিতে বিধানসভার ভিতরে এবং পরে বিধানসভার বাইরেও বিক্ষোভ দেখান শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপির বিধায়কেরা। সেই বিক্ষোভে শুভেন্দু-সহ বিজেপির সমস্ত বিধায়কই হাজির হন হাতে আলু এবং গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে। শাসককে ধিক্কার জানিয়ে বিজেপি বিধায়করা বলেন, ‘এই সরকার শুধু চোর ডাকাতদের হাত মজবুত করতে জানে, কৃষকদের স্বার্থের কথা বললেই মুখে কুলুপ দেয়।’
2023-03-18