রমজান মাসে ১ ঘন্টা আগেই ছুটি মুসলিম কর্মীদের! নীতিশ সরকারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হিন্দুরা

রমজান (Ramadan 2023) মাসে সরকারি অফিসের মুসলিম কর্মচারীদের জন্য বড় সিদ্ধান্ত নিল বিহার সরকার (Bihar Government)। গোটা মাস জুড়ে মুসলিম (Muslim) কর্মচারীদের নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই ছুটি দেওয়া হবে।জানা গিয়েছে, সমস্ত মুসলিম ধর্মাবলম্বী সরকারি কর্মী, শিক্ষক, চুক্তিভিত্তিক কর্মচারীর জন্য এই সিদ্ধান্ত কার্যকরী হয়েছে। রমজান পালনের জন্য তাঁদের এই মাসে এক ঘণ্টা আগেই অফিস থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বিহার সরকারের এই সিদ্ধান্তে খুশির হাওয়া সরকারি কর্মচারী মহলে।গতকাল ১৭ মার্চ শুক্রবার নীতিশ কুমারের সরকার একটি নির্দেশ জারি করে। এই নির্দেশে বলা হয় যে ছুটির ঘোষণা করা হল তা এবার থেকে স্থায়ী ভাবেই লাগু হবে। ইতিমধ্যে রাজ্য পুলিসের ডিজি, ডিআইজি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রের মতো প্রশাসনিক আধিকারিকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।এরপরই বিরোধ দেখা দিয়েছে রাজ্য জুড়ে। বিজেপির দাবি জেডিইউ-আরজেডি সরকার ধর্মনিরপেক্ষতার নামে এক বিশেষ সম্প্রদায়কে তোষণ করছে। তাঁদের অভিযোগ, এই নির্দেশে মুসলিমদের জন্য ছুটি ঘোষণা করা থাকলেও হিন্দুদের জন্য কিছুই নেই।অপরদিকে, বিহার পুলিসকে সঙ্গে নিয়ে গতকাল মালদার রতুয়া সীমানায় কাটিহারের আমদাবাদ এলাকায় অভিযান চালায় রাজ্য পুলিসের এসটিএফ। বেআইনি অস্ত্র কারখানার মালিক নারু কর্মকারের বাড়ি থেকে উদ্ধার হয় ২টি আগ্নেয়াস্ত্র, একটি অসম্পূর্ণ ব্যারেল, একটি অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির নানা সরঞ্জাম। অস্ত্র কারখানার মালিক পলাতক। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে। গত বৃহস্পতিবার ক্যানিংয়ে এক অস্ত্র কারবারির হদিশ মেলে। প্রচুর অস্ত্র উদ্ধার করে বারুইপুর পুলিস জেলার পুলিস। এই সব অস্ত্র বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল বলে পুলিস জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.