ই-পাসের নতুন সময় ঘোষণা করল কলকাতা মেট্রো রেলওয়ে (Kolkata Metro Railway) কর্তৃপক্ষ। মেট্রো সূত্রে খবর, সোম থেকে শনিবার সকাল সাড়ে আটটা থেকে এগারোটা এবং বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত ই-পাস লাগবে। বাকি সময় কোনও ই-পাস (E-Pass) লাগবে না। করোনা ভাইরাসের (Coronavirus) আতঙ্ক কাটিয়ে ক্রমশ পুরোনো ছন্দে ফিরছে শহর কলকাতা। তাই এবার অফিস টাইম বাদে অন্য সময় ই-পাস বন্ধ করার পরিকল্পনা করছে মেট্রো কর্তৃপক্ষ। তবে স্মার্ট কার্ড বাধ্যতামূলক।
অন্যদিকে আজ, সোমবার থেকে বাড়ছে কলকাতায় মেট্রোর সংখ্যা। এখন দৈনিক মেট্রো চলছে ২০৪টি। আজ সোমবার থেকে সেই সংখ্যা বেড়ে হতে চলেছে ২১৬টি। আপ ও ডাউনে মেট্রো চলবে ১০৮টি করে। যার মধ্যে সকাল ১১টা থেকে বিকেল ৫ টার মধ্যে এই বৃদ্ধি পাওয়া ১২টি মেট্রো চালানো হবে। ধীরে ধীরে অফিস টাইম বাদ দিয়েও মেট্রোয় যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া ধীরে ধীরে ডিসেম্বর মাস থেকে বহু পর্যটক আসছেন কলকাতায়। এখন যাত্রী সংখ্যা ১লাখ ১০ হাজার অতিক্রম করে গিয়েছে বলে মেট্রো সুত্রে খবর। ফলে ধাপে ধাপে বাড়িয়ে দেওয়া হল মেট্রোর সংখ্যা।