নির্বাচনের মধ্যেও জেলায় অধরা কুখ্যাত সমাজবিরোধীরা। ৪৯ জনের নামের তালিকা করে দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের কাছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। অভিযুক্ত সমাজবিরোধীরা গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়েই কাজ করেছে বলে অভিযোগ বিজেপির। শুধু তাই নয়, পঞ্চায়েত নির্বাচনের পাশাপাশি লোকসভা ভোটেও বিজেপি কর্মীদের প্রচারে বাধা প্রদান ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই সব সমাজবিরোধীদের বিরুদ্ধে। এবারের নির্বাচনেও পঞ্চায়েত ভোটের মতন বুথে বুথে গিয়ে ছাপ্পা দেওয়ার আশঙ্কা ওই সমাজবিরোধীদের বিরুদ্ধে তৈরি হয়েছে বিজেপির।
বিজেপির তরফে জানানো ওই অভিযোগ পত্রে জেলার মোট ৪৯ জন সমাজবিরোধীদের নামের তালিকা রয়েছে। যার মধ্যে শুধু মাত্র গঙ্গারামপুরে রয়েছে ৩৩ জন। বংশীহারীতে রয়েছে ৩ জন, হরিরামপুরে ৬ জন, বালুরঘাটে ৫ জন এবং হিলির দু’জন রয়েছে সেই তালিকায়। অভিযোগ আনা ওই তালিকার ৪৯ জনের অধিকাংশের বিরুদ্ধেই খুন, খুনের চেষ্টা, মাদক পাচার, বেআইনি ভাবে অস্ত্র মজুত রাখা সহ একাধিক মামলা রয়েছে পুলিশের কাছে বলে সূত্রের খবর। নিয়ম অনুযায়ী ভোটের আগেই কুখ্যাত সমস্ত অপরাধীদের খুঁজে বের করে তাদের জেলে পাঠাবার বিশেষ নির্দেশ থাকলেও তা সঠিক ভাবে কার্যকর করা হয়নি বলে অভিযোগ বিজেপির। যার পরিপ্রেক্ষিতে ভোটের আগেও পুলিশের নাকের ডগায় বুক ফুলিয়ে ঘুরছে ওই সমস্ত কুখ্যাত অপরাধীরা। দেওয়া হচ্ছে হুমকি থেকে শাসানিও বলে অভিযোগ। আর যার পরিপ্রেক্ষিতেই পুলিশের বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ তুলে দিল্লি ও কলকাতায় মুখ্য নির্বাচন আধিকারিকের দ্বারস্থ হয়েছে জেলা বিজেপি।
বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার জানিয়েছেন, পঞ্চায়েত ভোটে এই সমস্ত কুখ্যাত অপরাধীদের তাণ্ডবে মানুষ ভোট দিতে পারেনি। লুঠ করা হয়েছে ভোট। লোকসভা ভোটেও তেমনই ফন্দি এঁটে পুলিশের সাথে যোগসাজশ করে তৃণমূলের নেতারা ওই সমস্ত অপরাধীদের মাঠে নামাতে চাইছে। যার আভাস পেতেই ৪৯ জনের নামের তালিকা করে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে। অবিলম্বে ওই সমস্ত কুখ্যাত অপরাধীদের জেলের ভেতরে ঢোকাবার আবেদনও জানানো হয়েছে।