ভাটপাড়া পুরসভা নিয়ে হাইকোর্টে ফের ধাক্কা খেল তৃণমূল। শুক্রবার তৃণমূলের আবেদন খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ।
বৃহস্পতিবার মহানাটক দেখেছিল ভাটপাড়া। সকালে আস্থা ভোটে ১৯-০ ব্যবধানে বিজেপিকে হারিয়ে দিয়েছিল তৃণমূল।
শুরু হয়ে গিয়েছিল উৎসব। কিন্তু তা ছ’ঘণ্টাও স্থায়ী হয়নি। বিকেলে হাইকোর্ট ওই অনাস্থা প্রস্তাব ও ভোট প্রক্রিয়াকে খারিজ করে দেয়। পাল্টা এদিন তৃণমূল ডিভিশন বেঞ্চে যায়।
আবেদন জানায়, সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশের। কিন্তু শাসকদলের আবেদন খারিজ করে দিল আদালত।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম সিনহা ওই আস্থা ভোট খারিজ করে দেন। জানিয়ে দেন, ভাটপাড়ার ভবিষ্যৎ পুর আইন মেনে ঠিক হবে। পরবর্তী পদক্ষেপ কী হবে তা আদালত বলে দেবে। এদিন ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রাখে।