কথা মতই কাজ করলেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। এর আগেই উনি বলেছিলেন, রাম নবমীতে এবার তিনি গদা নিয়ে মিছিল করবেন। আর সেটা করেও দেখালেন তিনি। নিজের নির্বাচনী কেন্দ্র খড়গপুরে সকাল সকাল বিজেপির কর্মীদের নিয়ে গদা হাতে এক বিশাল মিছিল করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
কথা মতই কাজ করলেন বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। এর আগেই উনি বলেছিলেন, রাম নবমীতে এবার তিনি গদা নিয়ে মিছিল করবেন। আর সেটা করেও দেখালেন তিনি। নিজের নির্বাচনী কেন্দ্র খড়গপুরে সকাল সকাল বিজেপির কর্মীদের নিয়ে গদা হাতে এক বিশাল মিছিল করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনি কোন দলের নাম না করে বলেন, এখন বিজেপির দেখাদেখি সব রাজনৈতিক দলগুলো বড় আর সাচ্চা হিন্দু হতে চাইছে। আর এটাই আমাদের নৈতিক জয়। প্রসঙ্গত, রাম নবমীর মিছিলের সাথে সাথে উনি ওনার কেন্দ্রে ভোট প্রচারও সারেন। উনি নিজের কেন্দ্রে জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী। উনি বলেন, এরাজ্যের মানুষ তৃণমূলের সন্ত্রাস, দুর্নীতি আর চাইছে না। এই রাজ্যের মানুষ চাইছে শান্তিতে থাকতে। আর তাঁর জন্য বিজেপিই একমাত্র বিকল্প।