গণতান্ত্রিক দেশে বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের উপর অত্যাচার করা বা বয়কট করার ঘটনাকে অমানবিক বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার ঘাটাল সাংগঠনিক জেলার কার্যকর্তা ও কর্মীদের সঙ্গে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য একটি বৈঠক করেন তিনি।
সেখানে দিলীপ ঘোষ বলেন, রাজ্যে বামপন্থীদের শাসনকালেও এই ধরনের অত্যাচারের ঘটনার খবর বেশ কিছু ক্ষেত্রে শোনা গিয়েছিল। তৃণমূল কংগ্রেসের এই সময়ে সেই অত্যাচারের ঘটনা এখন সর্বত্র ঘটে চলেছে। দিলীপ ঘোষ বলেন, এ রাজ্যে গণতন্ত্রের বিসর্জন ঘটেছে বলে এখানে মানুষের উপর এভাবে অত্যাচার করা হচ্ছে। এখানে গণতন্ত্রকে সম্মান করা হয় না। বুধবার ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পে গিয়ে সাংসদ মিমি চক্রবর্তীর ভ্যাকসিন নেওয়ার ঘটনাকে কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, একজন সাংসদ খোঁজ খবর না নিয়ে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পে কিভাবে অংশগ্রহণ করেন? ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পের সঙ্গে সাংসদের যোগসাযোশের অভিযোগ তুলে ঘটনার যথাযথ তদন্তের দাবি তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি।