‘বাংলায় গণতন্ত্র রক্ষার জন্য ১৩০ বিজেপিকর্মীর বলিদান বৃথা যাবে না’, বুধবার কলকাতার হেস্টিংসে দলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এভাবেই তৃণমূল নেতৃত্বাধীন সরকারকে হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
বিধানসভা ভোটের আগে রাজ্যের নির্বাচনী উত্তাপ বাড়ছে। শহর কলকাতার সীমা ছাড়িয়ে জেলায়-জেলায় কর্মসূচি নিচ্ছে শাসক-বিরোধী সব পক্ষ। একদিকে উন্নয়নকে হাতিয়ার করে আবারও রাজ্যে ক্ষমতায় ফিরতে মরিয়া তৃণমূল। অন্যদিকে, শাসক-শিবিরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে বাংলায় পালাবদলের সওয়াল বিজেপির। বুধবার কলকাতার হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যলয়ের উদ্বোধন হয়।
সেই অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তুলোধনা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, ‘‘বাংলায় গণতন্ত্র রক্ষার জন্য ১৩০ বিজেপিকর্মীর বলিদান বৃথা যাবে না। জেলায়-জেলায় দলের কার্যালয় খোলা হচ্ছে। পার্টির কর্মীদের জন্যই বেশি করে দলীয় কার্যালয়ের প্রয়োজন।’
বুধবার কলকাতায় পৌঁছেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। হেস্টিংসে দলের ‘হাইটেক’ কার্যালয়ের উদ্বোধন করেন নাড্ডা। এছাড়াও রাজ্যের আরও ৯টি বিজেপি কার্যালয়ের ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধন করেছেন তিনি।
এদিকে, এদিনই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। শিলিগুড়িতে বিজেপির ‘উত্তরকন্যা’ অভিযানে হিংসা ছড়ানোর অভিযোগে এফআইআর দায়ের পুলিশের।