আবারও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নিশানায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ‘‘যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে আজ্ঞাবাহকদের উপাচার্য করা হয়েছে।’’ এভাবেই মুখ্যমন্ত্রীর সমালোচনায় দিলীপ ঘোষ।
বুধবার নিউটাউনের হাতিয়াড়ায় দলের কর্মসূচি চায়ে পে চর্চায় যোগ দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে এই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।
ফের দিলীপের টার্গেট মমতা। এবার যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ বিজেপি রাজ্য সভাপতির। একইসহ্গে তুললেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গও। এদিন দিলীপ ঘোষ বলেন, ‘‘যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে আজ্ঞাবাহকদের উপাচার্য করা হয়েছে। এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কেও রাজনীতির আখড়া করতে চাইছেন।’’
একুশের লড়াই জমজমাট। শহর থেকে জেলা, রাজনৈতিক দলগুলির প্রচার তুঙ্গে। একদিকে, উন্নয়নকে হাতিয়ার করে আবারও রাজ্যে ক্ষমতায় ফেরার ব্যাপারে আশাবাদী তৃণমূল। অন্যদিকে, তৃণমূলের বিরুদ্ধে একগুচ্ছ অনিয়মের অভিযোগ এনে প্রচারে ঝড় তুলছে বিজেপি।
একের পর এক দুর্নীতির অভিযোগ এনে শাসকদলেক নাস্তানাবুদ করতে ময়দানে গেরুয়া শিবির। পিছিয়ে নেই বাম-কংগ্রেসও। নিজেদের মতো করে কর্মসূচি সাজিয়ে জনসংযোগ বাড়ানোর চেষ্টায় দুই দল।
এদিকে, তৃণমূলকে সরিয়ে রাজ্যে ক্ষমতা দখলে মরিয়া গেরুয়া শিবির। সেই তৎপরতা এখন তুঙ্গে। লক্ষ্য পূরণে মমতা বন্দ্যোপাধ্যায়কেই টার্গেট করেছে বিজেপি। বলা ভালো, নিয়ম করে তৃণমূলনেত্রীর সমালোচনা করে চলেছেন বিজেপি নেতারা।
শিক্ষা, স্বাস্থ্য, গণ-বণ্টন ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারকে দুষে চলেছে পদ্ম-শিবির। দিলীপ ঘোষ এদিন রাজ্যে শাক-সবজি, আনাজের দাম বৃদ্ধি নিয়েও সরকারের কড়া সমালোচনা করেছেন। তিনি এদিন বলেন, ‘‘৫টাকার আলু ৪৫ টাকায় কিনতে হয়েছে। পেঁয়াজ ৮০ টাকায় কিনতে হয়েছে। মুখ্যমন্ত্রীর ভাইয়েরা কাটমানি খেয়ে নিচ্ছে।’’