একটা রাতের বিপর্যয় কতটা ভয়াবহ হতে পারে সেটা আমরা আমফানের (Amphan) সময় দেখেছি। ২০২০-র ২০ মে-র একটা রাতের সেই সুপার সাইক্লোনে (Super Cyclone ) ধূলিসাৎ হয়ে গিয়েছিল ভিটেমাটি রাজ্যের বহু মানুষের ভিটেমাটি। কলকাতার গর্বকে লণ্ডভণ্ড করে দিয়েছিল আমফান। সেই আমপান থেকে শিক্ষা নিয়েই এ বার আরও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন। তবে শুধু সরকারের সজাগ হলেই হবে না। পাশাপাশি সজাগ হতে হবে সাধারণ মানুষদের। ঘূর্ণিঝড় ইয়াস সমতলে আছড়ে পড়ার আগে সাধারণ মানুষেরও হতে হবে সতর্ক । করোনা নিয়ে এমনিতেই রাজ্যে এখন চূড়ান্ত বিপর্যয় চলছে। তার উপর নতুন ঝাপ্টা ইয়াস নামক সিভিয়ার সাইক্লোন (Cyclone Yash)।

তবে এবার রাজ্য প্রশাসনের তরফে বিপর্যয় মোকাবিলায় শুক্রবার থেকেই ঝুলে থাকা বিদ্যুতের তার সরাতে, গাছের ডাল কেটে ফেলতে উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতাতেও চলছে সেই কাজ। বিদ্যুতের খুঁটিগুলিও পরীক্ষা করে দেখা হচ্ছে বিভিন্ন জায়গায় । তবুও নিরাপত্তার খাতিরে সাধারণ মানুষের বেশ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। ইয়াস-এর প্রভাবে ঝড়-বৃষ্টির ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

“ইয়াস”-এর হাত থেকে বাঁচতে করণীয় :-

এই সময় গুজবে কান দেবেন না
রেডিয়ো, টেলিভিশন এবং সংবাদমাধ্যমে প্রকাশিত আবহাওয়া সংক্রান্ত খবরে নজর রাখুন
আগে থেকে মোবাইল ফোন, পাওয়ার ব্যাঙ্কগুলি চার্জ দিয়ে রাখুন
ভেঙে পড়া বৈদ্যুতিক স্তম্ভ, লুটিয়ে পড়া তার এবং রাস্তায় ধারালো বস্তুতে হাত দেবেন না
হাতের কাছে অত্যাবশ্যক জিনিস, খাবার, ওষুধ, জল এবং মোমবাতি রাখুন
তবে উপকূলবর্তী এলাকাগুলিতে মানুষদের দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে স্থানীয় সাইক্লোন শেল্টার বা পাকা বাড়িতে আশ্রয় নিন
গুরুত্বপূর্ণ নথিপত্র এবং মূল্যবান সামগ্রীও জল থেকে নিরাপদে সরিয়ে রাখুন
ঘূর্ণিঝড়ের মোকাবিলয়া দু’টি হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য বিদ্যুৎ দফতর
হেল্পলাইন নম্বর দুটি হচ্ছে ৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪ , প্রয়োজনে এই নম্বরে ফোন করুন
২৫ মে থেকে হেল্পলাইন নম্বর দু’টি চালু হবে। ওই দিন থেকেই কন্ট্রোল রুমে থাকবেন মন্ত্রী অরূপ বিশ্বাস, বিদ্যুৎ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব এস সুরেশকুমার ও বিদ্যুৎ বণ্টন বিভাগের সিএমডি-রা। হেল্পলাইনে কোনও অভিযোগ পেলে তা সরাসরি অধস্তন কর্মীদের সঙ্গে যোগাযোগ করে দ্রুততার সঙ্গে সমস্যা সমাধানের চেষ্টা হবে। নবান্ন ও উপান্নতে কন্ট্রোল রুম করা হয়েছে। মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, বিপর্যয় মোকাবিলা সচিব সেখানে উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.