করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যার রেকর্ড বৃদ্ধি হলো দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের দেওয়া হিসেব অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৫,২৪২ জন। এর আগে গত ২৪ ঘন্টায় এত বেশি মানুষ একসঙ্গে আক্রান্ত হননি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) দেওয়া হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১৫৭ জনের। এই নিয়ে দেশের মোট মৃতের সংখ্যা ৩ হাজার পেরোল !
মৃতের শীর্ষে মহারাষ্ট্র। শুধু মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ১৮৯৮ জনের। মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ২৪৮। গুজরাটের মারা গিয়েছেন ৬৫৯ জন। মহারাষ্ট্রের আক্রান্তের সংখ্যা সারা দেশে সব থেকে বেশি। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৫৩। গুজরাটে আক্রান্ত ১১ হাজার ৩৭৯ জন। পশ্চিমবঙ্গের এখন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৬৭৭।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry) হিসেব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০১ জন। হরিয়ানা এই রোগে মারা গিয়েছেন ১৪ জন। জম্মু-কাশ্মীরে মারা গিয়েছেন ১৩ জন। ওড়িশার এখনো পর্যন্ত কোরোনা আক্রান্ত ৮২৮ জন। ত্রিপুরায় আক্রান্ত ১৬৭ জন। আসামে ১০১ জন। যদিও কেন্দ্রীয় সরকারের মতে ৭০% মৃত্যুর কারণ কোমরবিডিটি ! তবে এরই মধ্যে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ৩৮.২৯ শতাংশ মানুষ সুস্থতার পথে।