করোনা ভাইরাসে (Cooronavirus) আক্রান্ত হয়ে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটল পশ্চিমবঙ্গে(west bengal)। রবিবার গভীর রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ(medical college) হাসপাতালে মৃত্যু হয়েছে কালিম্পঙের এক মহিলার। বছর ৪৪-এর ওই মহিলার দিন তিনেক আগেই করোনা পজিটিভ ধরা পড়েছিল। জানা গিয়েছে, সম্প্রতি মেয়ের চিকিৎসার জন্য চেন্নাই গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। জ্বর-কাশি নিয়ে গত ২৬ মার্চ তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।
গত সপ্তাহেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ (medical college) হাসপাতালে করোনা পরীক্ষা শুরু হয়েছিল। তখনই তাঁর লালারসের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল নাইসেডে। ২৮ মার্চ রাতে রিপোর্ট আসার পর জানা যায়, কালিম্পঙের এই মহিলার করোনায় পজিটিভ। তাঁকে রেসপিরেটরি সাপোর্টিভ কেয়ারে রাখা হয়েছিল। সোমবার সকালে মৃত্যু হয়েছে তাঁর। প্রসঙ্গত, এর আগে দমদমের বাসিন্দা সমীর মিত্রর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তিনিই প্রথম করোনার বলি এরাজ্যে।