উৎসবে ব্যসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে । রাজদ্বারে শ্মশানে চ যস্তিষ্ঠতি স বান্ধবঃ॥ 

 করোনার (Coroner) থাবায় ত্রস্ত গোটা বিশ্ব। যার প্রভাব পড়েছে এদেশেও। দেশে এখনও পর‍্যন্ত আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ৪০০ উপরে। মারণ এই ভাইরাসের সংক্রমণে প্রান হারিয়েছেন ৭ জন। দেশের এই সংকটজনক অবস্থায় পরিস্থিতি মোকাবিলায় একযোগে কাজ করে চলেছে কেন্দ্র এবং রাজ্যসরকারগুলি। আপাতত রাজনৈতিক রঙের ঊর্ধ্বে উঠে মারণ এই ভাইরাসের কবল থেকে দেশবাসীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছে করোনার সহযোদ্ধারা।


দেশের এমন অবস্থায় এবার কেন্দ্রীয় সরকারের পাশে এসে দাঁড়াল রাস্ট্রীয় স্বয়ং সেবক সংঘ ( আর এস এস)। এদিন আরএসএস’ র (RSS) সাধারণ সম্পাদক সুরেশ ভায়াজি যোশী সংঘের সমস্ত সদস্যদের করোনা (Corona) মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সতর্কতা মূলক সমস্ত গাইডলাইন মেনে চলার অনুরোধ করেন।
আরএসএস’র (RSS) পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানসেখানে আরএসএস (RSS) সম্পাদক বলেন, এই মুহূর্তে করোনাভাইরাস মোকাবিলায়, দেশবাসীর স্বার্থে সরকারের সঙ্গে সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া হবে।”

শুধু তাই নয়, তিনি আরও বলেন, “সংঘের সকল সদস্যদের উচিত সরকারের বেঁধে দেওয়া সমস্ত সতর্কতা মূলক গাইড লাইন মেনে চলা।” পাশাপাশি দেশের এই কঠিন অসুখে অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথাও জানানো হয়েছে সংগঠনের তরফে। এছাড়াও গরীব মানুষদের প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

 মাস্ক, খাবারের প্যাকেট ও সাবান বিলি করার এই উদ্যোগের পাশাপাশি এ বার সঙ্ঘ পরিবারের সহযোগী সংগঠনগুলিও উদ্যোগী হচ্ছে করোনা প্রতিরোধের লক্ষ্যে৷ এর অংশ হিসেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বিভিন্ন শাখা সংগঠনগুলির সঙ্গে যুক্ত ৫০০০ চিকিৎসক এ বার সারা দেশের বিভিন্ন রাজ্যের বাসিন্দা বয়স্ক মানুষদের সঙ্গে নিজেরাই ফোনে যোগাযোগ করে জানতে চাইবেন তাদের হাল হকিকত৷ কোনও বয়স্ক ব্যক্তি অসুস্থ বোধ করলে তাঁকে হাসপাতালে পাঠানোর দায়িত্বের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করবেন এই চিকিৎসকরা৷ রাষ্ট্রীয় সেবা ভারতী, আরোগ্য ভারতী এবং ন্যাশনাল মেডিকো অর্গানাইজেশন (National Medico Organization)-এর নথিভুক্ত চিকিৎসকরাই এই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে চলেছেন, জানা গিয়েছে আরএসএস সূত্রে৷


প্রভো শক্তিমন্‌ হিন্দুরাষ্ট্রাঙ্গভূতাইমে সাদরং

ত্বাং নমামো বয়ম্ত্বদীয়ায় কর্যায় বধ্দা

কটীযংশুভামাশিষং দেহি তৎপূর্তযে ।

অজয্যাং চ বিশ্বস্য দেহীশ শক্তিম্সুশীলং

জগদ্ যেন নম্রং ভবেৎশ্রুতং চৈব যৎ কণ্টকাকীর্ণমার্গম্স্বয়ং

স্বীকৃতং নঃ সুগং কারয়েৎ ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.