লোকসভা ভোটে কোচবিহারে বাড়তি নজর দিয়েছে নির্বাচন কমিশন৷ এই কেন্দ্রে স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর বুথের সংখ্যা ৬৮২৷ নামানো হয়েছে ৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৯ হাজার ৫৯৮৷ এরমধ্যে মোট পুরুষ ভোটারের সংখ্যা- ৯ লক্ষ ৪০ হাজার ৯৪৮৷ মহিলা ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৬৮ হাজার ৬৩২৷ তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১৮৷
মোট ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ২০১০টি৷ মোট ভোটকর্মীর সংখ্যা ৮০৪০ জন। সাধারণ বুথের নিরাপত্তায় থাকবে রাজ্যের সশস্ত্র বাহিনী৷ প্রতি মুহূর্তে সিইও দপ্তরের কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানো হবে ভোট কেন্দ্রগুলিতে৷ ভোটকেন্দ্রের পাশাপাশি স্ট্রংরুমেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷