কোচবিহারের বিখ্যাত রাস উৎসব দেখতে ফের উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল নেত্রীর দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনও এক পক্ষকালের মধ্যে কলকাতা থেকে দ্বিতীয়বার উত্তরবঙ্গ সফরে যাননি তিনি। নজিরবিহীন হলেও এমন ঘটনা ঘটতে চলেছে আগামী ১৩ নভেম্বর। ওইদিন কোচবিহার পৌঁছেই বিখ্যাত রাস উৎসবে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানিয়েছেন মন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি বিনয়কৃষ্ণ বর্মন। ১৪ নভেম্বর কোচবিহারে একটি দলীয় সমাবেশে প্রধান বক্তা হিসেবে হাজির থাকবেন তিনি।
দীপাবলি উৎসবের আগেই তিনদিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তখন আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং সফর করলেও কোচবিহার যাননি তিনি। রাস উৎসব দেখতে আসার অছিলায় রাজনৈতিক জমি ফেরত পাওয়ার লক্ষ্যেই মুখ্যমন্ত্রীর এই সফর, এমনটাই মত রাজনৈতিক মহলের। কারণ এবারের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ আটটি আসনের একটিতেও জিততে পারেনি তাঁর দল। কোচবিহার (Coochbihar) লোকসভা আসনে তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী পরাজিত হয়েছেন বিজেপির নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) কাছে।
তাই বিধানসভা নির্বাচনের দেড় বছর বাকি থাকতে কোচবিহারের জমিতে আবার জোড়া ফুল ফোটাতে বদ্ধপরিকর তৃণমূল নেত্রী। অনেকে আবার মুখ্যমন্ত্রী এই কৌশলকে ভোটগুরু প্রশান্ত কিশোরের (Prashant Kishor) পরামর্শ হিসেবেই দেখছেন। চলতি বছর ২৯ আগস্ট থেকে তৃণমূল নেত্রী ‘পলিটিক্যাল স্ট্র্যাটেজিসট’ প্রশান্তির ঠিক করে দেওয়া “দিদিকে বলো” কর্মসূচি ঘোষণা করেছেন। গোটা দলকে এই কর্মসূচিতে ময়দানে নেমেছেন তিনি।
তাই মনে করা হচ্ছে এবার প্রশান্ত কিশোর পরামর্শেই সরাসরি মুখ্যমন্ত্রী এবার জনতার উৎসবে শামিল হয়ে জনসংযোগ করবেন দিদি। সেই লক্ষ্যেই এক পক্ষকালের মধ্যেই তার দ্বিতীয়বার উত্তরবঙ্গে আসা।