এই চাওয়ালা চা বাগানের উন্নতির জন্য কাজ করবে৷ বুধবার শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে এসে এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ যিনি নিজেকে চাওয়ালা বলে পরিচয় দিতে ভালবাসেন তিনি যে উত্তরবঙ্গে গিয়ে চা বাগানের প্রসঙ্গ তুলবেন সেটাই তো স্বাভাবিক৷ এদিন এসে চা বাগানের উন্নতির জন্য নিজেদের কৃতিত্ব দাবি করার পাশাপাশি অনেক কাজ না হওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন৷
এদিনের সভায় মোদী দাবি করেছেন, এনডিএ আমলে চা বাগানের অনেক কাজ হয়েছে ৷ পাশাপাশি প্রধানমন্ত্রীর অভিযোগ, আরও কাজ হত তা হয়নি কারণ দিদি স্পিড ব্রেকার হিসেবে কাজ করেছেন৷ তাঁর বক্তব্য, এখানে আরও উন্নতি হত আর কোনও ব্যাপারে এখানকার মানুষদের কোনও আপশোষ থাকত না যদি না এখানকার রাজ্য সরকার নেতিবাচক কাজ করতেন৷
প্রসঙ্গত কদিন আগে অসমের ডিব্রুগড়ের চা বাগান অঞ্চলে একই কায়দায় প্রচার করতে দেখা গিয়েছিল নরেন্দ্র মোদীকে ৷ কারণ সেখানেও ছিল চা বাগানে কর্মরত বহু মানুষ৷ তবে এদিনের সভায় মোদীর আক্রমণের মূল লক্ষ্য হল তৃণমূল কংগ্রসে তথা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অসমের সভায় মূল আক্রমণ লক্ষ্য ছিল কংগ্রেস৷
এদিনের সভায় দার্জিলিং থেকে বিজেপি প্রার্থী রাজু বিসতোকে ভোট দেওয়ার জন্য জনগণের কাছে আবেদন জানানোর সময় এই প্রার্থীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচয়ের কথা মনে করিয়ে দেন মোদী৷ তিনি দাবি করেন দুদশকের বেশি সময় ধরে তিনি তাঁকে চেনেন৷ ওনাকে এক একটা ভোট দেওয়ার অর্থ মোদীর খাতায় তা উঠে যাবে বলে এদিন ব্যাখ্যা করেন৷