ভোটপ্রচারে বাঙালির সাবেকি সংস্কৃতিতে আস্থা রাখলেন তিনি। নিজে হাতে লেখা চিঠি পৌঁছে দিলেন ভোটারদের লেটারবক্সে। তিনি বিজেপি প্রার্থী। কলকাতার বিখ্যাত বসু পরিবারের সন্তান। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র কুমার বসু।
নিজের এলাকা দক্ষিণ কলকাতার ভোটারদের খোলা চিঠি লিখলেন চন্দ্র কুমার। যে চিঠি ইতিমধ্যে পেয়েছেন তাঁর ভোটাররা। চন্দ্রাকুমার জানালেন, এই চিঠি আদতে ভোটার স্লিপ, যা রাজনৈতিক দলের হয়ে নির্বাচনের কিছু আগে বাড়ি বাড়ি দেওয়া হয়। তবে সেখানেই নিজের অক্ষরে চন্দ্র কুমার লিখে দিয়েছেন মনের কথা। লিখেছেন কেন তাঁকে ভোট দেওয়া উচিত। কেন মোদিকেই প্রধানমন্ত্রী হিসাবে ফিরে পাওয়া উচিত ভারতের।
উল্লেখ্য, চন্দ্র কুমার বসুর হাতে লেখা বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষার চিঠির প্রতিলিপিতেই ছাপা হয়েছে ভোটার স্লিপ। চন্দ্রকুমার জানান, ‘আমি পুরোনো দিনের মানুষ। আমার কাছে হাতে লেখা চিঠির গুরুত্ব আলাদা। তাই সেভাবেই মানুষের কাছে আবেদন করেছি।’