মনোনয়নপত্র জমা দেওয়ার দিন শেষ হতেই রাস্তায় নামানো হল কেন্দ্রীয় বাহিনী। আজ রায়গঞ্জ ব্লকের বরুয়া গ্রামপঞ্চায়েত এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করে। রায়গঞ্জ থানার পুলিশের সহযোগিতা নিয়ে বরুয়ার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহলদারি চালায়।
রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এখন পর্যন্ত এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে। গত ১৫ মার্চ কেন্দ্রীয় বাহিনী জেলার চোপড়া ব্লকে নামানো হয়েছিল। উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকটি দার্জিলিং লোকসভার অন্তর্গত। উত্তেজনা প্রবন এলাকা হওয়ায় সেখানে প্রথমে নামানো হয়েছিল এই কেন্দ্রীয় বাহিনী। সেই কেন্দ্রীয় বাহিনী এদিন রায়গঞ্জে টহল দেয়।