যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কলকাতায় পা রাখবেন, ঠিক তার আগের দিন রাতেই গোটা দেশে গেজেট নোটিফিকেশন দিয়ে কার্যকর করা হলো নাগরিক সংশোধনী আইন (CAA)। দেশের প্রায় প্রতিটি রাজ্যেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। যে সমস্ত রাজ্যের সি এ আইনের বিরুদ্ধে তীব্র আন্দোলন হয়েছে, তাদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। শুক্রবার রাতে সরকারী বিজ্ঞপ্তি দিয়ে সারা দেশে কার্যকরী হল ক্যা। হাজারো বিরোধিতার মাঝেও নরেন্দ্র মোদীর সরকার যে পিছু হঠতে রাজি নয়, তা এই সিদ্ধান্তের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হল বিরোধীদের।
নাগরিকত্ব সংশোধনী বিল সংসদের শীতকালীন অধিবেশনে দুই কক্ষেই পাশ হয়ে যায় গত বছর ১১ ডিসেম্বর। এদিন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইনের সাব সেকশন (২) এবং সেকশন ১ অনুযায়ী সরকার ঘোষণা করছে, ২০২০ সালের ১০ জানুয়ারি থেকে ওই আইন কার্যকরী হল।