ভোটের মুখে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য আরামবাগের আরান্ডি অঞ্চলের পুড়া এলাকায়। একটি ঝোপের পাশ থেকে ১৬টি বোমা উদ্ধার করল আরামবাগ থানার পুলিশ। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। তবে কে বা কারা এই সমস্ত বোমা, রেখে গেছে তা জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
জানা গেছে, আজ দুপুরে এলাকার বেশকিছু মানুষ জন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পান একটি বোমার ব্যাগ। ভয় পেয়ে তাঁরা এলাকার মানুষজনদের খবর দেন। তার পরেই এলাকার লোকজনরা আরামবাগ থানায় খবর দেন।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। ব্যাগ সহ বোমাগুলিকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। এই বোমা পড়ে থাকাকে কেন্দ্র করে গোটা মাড়োখানা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি তৈরি হয়েছে।
রাজনৈতিক মানচিত্রে পুরশুড়া, খানাকুল, গোঘাট ও আরামবাগের সন্ত্রাসের কথা আজকের নয়। বারে বারে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হওয়ার ঘটনায় সংবাদ শিরোনামে এসেছে আরামবাগ। বোমা উদ্ধার ঘিরে স্থানীয় মানুষ তাই ভীত-সন্ত্রস্ত্র। প্রত্যেক নির্বাচনের সময়ে রাজনৈতিক হানাহানিতে প্রাণ হারিয়েছে বেশকিছু মানুষ এই আরামবাগ এলাকায়। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে যেমন ভীতসন্ত্রস্ত হয়, ঠিক তেমনি যেকোনো নির্বাচন এলেই এলাকার মানুষ আতঙ্কে থাকেন, কোন পরিবারের সন্তান এই ভোটে প্রাণ হারাবে সেই ভয়ে। প্রশাসনের পক্ষ থেকেও বারেবারে চেষ্টা করা হলেও রাজনৈতিক ডামাডোলে প্রত্যেকবারই ব্যর্থ হয়েছে তারা। এলাকার মানুষকে আশ্বস্ত করতে পরিবর্তন হয়েছে আরামবাগ থানার আইসির দায়িত্বে থাকা কর্মরত পুলিশ অফিসার।
এলাকার দুষ্কৃতিরা যে শান্ত হচ্ছে না তা বারে বারে দেখতে পাচ্ছে এই এলাকার মানুষ। তাই স্থানীয় মানুষজন আগামী লোকসভা নির্বাচন যেন সুষ্ঠভাবে সুন্দরভাবে হয় একটি প্রাণও যেন এই এলাকা থেকে না যায় সেই আবেদন করছে প্রশাসনের কাছে।