উত্তর প্রদেশে ব্লক প্রধান নির্বাচনের (UP Block Pramukh Elections 2021) ফলাফল সামনে আসছে। তবে এই ফলাফল ঘোষণার মধ্যে বেশ কয়েক জায়গা থেকে হিংসার খবরও সামনে আসছে। মোট ৮২৫টি আসনে নির্বাচন হয়েছে যার মধ্যে ৬৫৫টি আসনের ফলাফল প্রকাশ হয়েছে আর সেই ৬৫৫টি আসনে মধ্যে বিজেপি ৫২৫টি আসনে জয়লাভ করেছে। অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি ৬৩টি আসন পেয়েছে, কংগ্রেস এখনও পর্যন্ত শূন্য। অন্যান্যরা ৬৭টি আসন পেয়েছে।
ভোটিংয়ের সময় ইটাওয়া ব্লকে বিজেপি আর সমাজবাদী পার্টির কর্মীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সেখানে কয়েক রাউন্ড ফায়ারিংও হয়। এমনকি বিজেপির এক কর্মীর বিরুদ্ধে পুলিশকে চড় মারার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ কাঁদানে গ্যাসের প্রয়োগ করে। এলাকায় প্রচুর পুলিশও মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, দিন কয়েক আগে উত্তর প্রদেশে পঞ্চায়েত অধ্যক্ষর নির্বাচন হয়। সেই নির্বাচনে বিজেপি ৭৫টি আসনের মধ্যে ৬৭টি আসনেই জয়লাভ করে। মোট ৫৩টি আসনের জন্য ভোট হয়েছিল। এছাড়াও ২২টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। যার মধ্যে ২১টি আসনে বিজেপির প্রার্থী আর ১টি আসনে সমাজবাদী পার্টির প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল। পঞ্চায়েত অধ্যক্ষ নির্বাচনের পরিণাম অনুযায়ী, বিজেপি ৬৫, সমাজবাদী পার্টি ৫টি আসনে জয়লাভ করে।
আগামী বছরই উত্তর প্রদেশে বিধানসভার নির্বাচন হতে চলেছে। আর সেই নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ময়াদানে নেমেছিল শাসক-বিরোধী দুই পক্ষই। কিন্তু রাজ্যে বিজেপির একের পর এক অভূতপূর্ব জয় সমাজবাদী পার্টির সমস্যা আরও বাড়িয়ে তুলছে। আরেকদিকে, কংগ্রেস প্রতিটি নির্বাচনেই শূন্য থেকে নিজেদের অস্তিত্ব আরও সংকটের মধ্যে ফেলছে।