পুজো পলিটিক্সে বিজেপির প্রবেশ, থিম নয় নজরে নিষ্ঠা

“পদ্ম ছাড়া দূর্গা পুজো হয় নাকি?” প্রথমবার এমনই শিরোনামে ‘শ্যামাপ্রসাদ মুখার্জী শারদ সম্মান’ দিতে চলেছে সংগঠন বঙ্গপ্রয়াস। ‘বঙ্গপ্রয়াস’ চলচ্চিত্র জগতের শিল্পী ও কলাকুশলীদের নিয়ে তৈরি একটি সংগঠন। সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের কাজের স্বীকৃতি স্বরূপ সম্মান প্রদান করে থাকে সংগঠনটি। তবে এই প্রথমবার কলকাতার দুর্গাপুজোর আয়োজকদের সম্মান প্রদান করতে চলেছে তারা। শহর কলকাতার শ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ প্রতিমা শিল্পী, শ্রেষ্ঠ পরিবেশ ও ‘আজকের দশভূজা’ বিভাগে শ্রেষ্ঠ পুজোগুলোকে ‘শ্যামাপ্রসাদ মুখার্জী শারদ সম্মান’ প্রদান করবে বঙ্গপ্রয়াস।

কলকাতার ১০টি বারোয়ারি সাবেকিয়ানার পুজো ও ৩০টি আবাসনের পুজোকে এই সম্মান দিতে চলেছে তারা। নির্বাচক মন্ডলীতে থাকছেন প্রসিদ্ধ শিল্পী, সাংবাদিক, সাহিত্যিক তথা সমাজের বিশিষ্টজনেরা।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে শারদ সম্মান প্রদানের কথা ঘোষণা করল বঙ্গপ্রয়াস। এদিনের সাংবাদিক সম্মেলনে কমিটির সদস্যদের উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক তথা রাজনীতিক রন্তিদেব সেনগুপ্ত, অভিনেত্রী অঞ্জনা বসু, ফ্যাশান ডিজাইনার অগ্নিমিত্রা পল, অভিনেত্রী কাঞ্চনা মৈত্র সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.