আজ থেকে শুরু হল দেশের সপ্তদশ লোকসভার ভোট। মোট সাতটি দফায় গোটা দেশ জুড়ে নেওয়া হবে ভোট। আগামী মাসের ২৩ তারিখে হবে ভোট গণনা। সেদিনই প্রমান হবে দেশবাসী কাকে চায়।
আর আজ প্রথম দফায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হল এরাজ্যের দুটি আসনে। কোচবিহার ও অলিপুরে আজ ভোটদান প্রক্রিয়া চলছে।
ভোট প্রক্রিয়া শুরু হতে না হতেই, তৃণমূলের রিগিং এর খবর পাওয়া যাচ্ছে কোচবিহার থেকে। কোচবিহারের বেশ কয়টি বুথে বিরোধী এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার খবর পাওয়া যাচ্ছে।
যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ মানতে নারাজ। তাঁদের মতে ভোট গ্রহণ প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ ভাবেই চলছে। তৃণমূলের সূরে সূর মিলিয়ে কোচবিহারের জেলা শাসকও ভোট শান্তিপূর্ণ ভাবেই চলছে বলে জানান।
এরই মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এরাজ্যের ভোটারদের জন্য বার্তা দিয়েছেন। সোশ্যাল সাইট টুইটারে উনি এরাজ্যে ভোটারদের জন্য লেখেন, ‘আপনার একটি ভোট বাংলার গৌরব ফিরিয়ে আনতে পারে। সোনার বাংলার স্বপ্ন সত্যি করতে, আমি বাংলার প্রথম পর্যায়ের সকল ভোটারদের প্রতি আহ্বান জানাই বিপুল সংখ্যক ভোটদান করুন।”
উল্লেখনীয় এরাজ্যের নির্বাচনকে পাখির চোখ করে রেখেছে কেন্দ্র বিজেপি। তৃণমূলের নানা রকম দুর্নীতি ফাঁস করে তৃণমূলকে চারিদিক দিয়ে ঘিরে ফেলতে চায় বিজেপি। আর বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এরাজ্যে ২৩ টি আসনে জয়লাভ করার লক্ষ্যে নেমেছে।