রাজ্যের ৫২৫টি কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিজেপির বিশেষ সদস্যপদ অভিযান। বিজেপির যুব মোর্চার উদ্যোগে কলকাতার একাধিক কলেজে এই কর্মসূচি হবে। ২৩ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত টানা ১৯ দিন এই কর্মসূচি হবে। আর বিদ্যাসাগর কলেজে মূর্তি ভাঙা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল।
সেই কলকাতার মধ্যে বিদ্যাসাগর কলেজ এর সামনে বিশেষ ক্যাম্প করে সদস্যতা অভিযান শুরু হচ্ছে।
মূলত, ছাত্র- যুবরাই মূল টার্গেট তাদের মধ্যেই বিজেপি সদস্যপদ তৈরি করতে চাইছে বিজেপি। রাজ্যে ১৯ দিনের মধ্যে ৫ লক্ষ সদস্যপদ তৈরির টার্গেট নিয়েছে বিজেপির যুব মোর্চা। রাজ্যের ৪২টি লোকসভ কেন্দ্রে সব কটি কলেজেই আজ থেকে বিশেষ ক্যাম্প করে এই সদস্য অভিযান কাজ চলবে।
যুব মোর্চা সূত্রে জানা গিয়েছে, কলেজে পড়া ১৮ বয়সী যে কোনও বিভাগের ছাত্রছাত্রীরা বিজেপির সদস্য পদ নিতে পারে। তাদের কেবল একটি ফর্ম পূরণ করতে হবে। বিজেপির যুব মোর্চার সহ সভাপতি ও সদস্যতা অভিযানের কনভেনার প্রকাশ দাস বলেন, ” তৃণমূল ছাত্র পরিষদ আজ গন্ডগোল করার চেষ্টা করলে আমরাও প্রতিরোধ করার জন্য তৈরি আছে। রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে সদস্যতা অভিযানের কর্মসূচি চলবে। রাজ্য জুড়ে আমরা ৫ লক্ষ ছাত্র-যুবদের মধ্যে নতুন সদস্যের টার্গেট মাত্র ১৯ দিনেই পূরন করছি।”