আজ লোকসভা নির্বাচন ২০১৯ (Lok Sabha Election 2019) এর দ্বিতীয় দফার ভোট নেওয়া হচ্ছে। আজ দেশের ৯৫ টি আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। বাদ নেই এরাজ্যও, এরাজ্যের তিনটি আসন জলপাইগুড়ি, রায়গঞ্জ ও দার্জিলিং এ ভোট নেওয়া হচ্ছে। ভোট পর্ব শুরু হতেই শুরু হয়ে গেছে তৃণমূলের দাদাগিরি। ইসলামপুরে বুথ দখলের ছবি তুলতে গিয়ে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ABP Ananda এর দুই সাংবাদিক।
আরেকদিকে ইসলামপুরের চোপড়ায় ভোটারদের ভোট না দিতে দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। ভোট না দিতে পারা ভোটাররা বিক্ষোভে ফেটে পড়ে অবরোধ করেছে জাতীয় সড়ক।
আর এরই মধ্যে পুরুলিয়া থেকে আসছে এক চাঞ্চল্যকর খবর। সকাল সকাল পুরুলিয়ার আড়ষা থানার সেনাবোনা গ্রামে বিজেপি যুব মোর্চার সদস্য শিশুপাল সহিস (২২) এর ঝুলন্ত দেহ গাছে ঝুলে থাকতে দেখেন এলাকার মানুষজন।
মৃতদেহ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছেন। জানা গেছে মৃত শিশুপাল সহিস এর বাবা যাদব সহিস গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন। শিশুপাল বিজেপির সক্রিয় কর্মী। তবে এটা আত্মহত্যা না, রাজনৈতিক ষড়যন্ত্রে খুন সেটার এখনো জানা যায়নি।