ঝাড়গ্রাম শহরে প্রচারের সময় আক্রান্ত হলেন বিজেপির দুই কর্মী। তাদের ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অভিযোগের তির শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপি এখনো সেভাবে ভোট প্রচার শুরু না করলেও প্রচারের প্রথম দিনই দুই বিজেপি কর্মীর ঝাড়গ্রাম শহরের বাছুরডোবায় দেওয়াল লিখতে গিয়ে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে। আক্রান্তদের ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করার পর বিজেপির পক্ষ থেকে কয়েকজন তৃণমূল কর্মীর নামে ঝাড়গ্রাম থানায় অভিযোগ করা হয়েছে।
জেলা তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের কর্মীরা এরকম আচরণ করতে পারে না। ওদের নিজেদের গোষ্ঠী কোন্দলের কারণেই এই মারামারির ঘটনা ঘটেছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করে ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকায় টহলদারি চালাচ্ছে।