কাটমানি অভিযানে রাজ্যবাসীর পাশে বিজেপি, বিনামূল্যে আইনি সাহায্য

কাটমানি ফেরত পেতে রাজ্যবাসীকে সাহায্য করবে বিজেপির যুবমোর্চা। এদিন দলের তরফে এমনটাই ঘোষণা করা হল।

প্রসঙ্গত, গত ১৮ জুন নজরুল মঞ্চে কাটমানি ইস্যুতে তৃণমূলের পুর প্রতিনিধিদের বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হন নিজের দলের একশ্রেণির নেতার বিরুদ্ধে। এরপরই রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসে কাটমানি। একদিকে তৃণমূল যেমন নিজের দলের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে শুদ্ধিকরণের বার্তা দিতে চাইছে। অন্যদিকে বিরোধীরা চেপে ধরছে শাসক দলের নেতাদের নৈতিকতার প্রসঙ্গ তুলে। অন্যদিকে জেলায় জেলায় কাটমানি ফেরত চেয়ে তৃণমূল নেতা কর্মীদের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছে জনতা। একই ইস্যুতে গ্রেফতারও হয়েছেন কয়েকজন নেতা।

এমত অবস্থায় কাটমানি ফেরত পেতে সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বিজেপি। সোমবার গেরুয়া শিবিরের তরফে জানানো হয়, মঙ্গলবার থেকে কাটমানি ফেরত চেয়ে কেউ কোনও তৃণমূল নেতা বা জনপ্রতিনিধির সঙ্গে দেখা করতে গেলে সঙ্গে থাকবে বিজেপির যুবমোর্চা কর্মীরা। এমনকী বিজেপির কর্মীরা ভিডিয়ো ক্যামেরা সঙ্গে রাখবেন। গোটা কথোপকথন রেকর্ড করবেন তাঁরা। প্রয়োজনে বিনামূল্যে মিলবে আইনি সাহায্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.