বিজেপির ব্রিগেড সমাবেশে যোগ দিতে ঝাড়গ্রাম জেলা থেকে রওনা দিয়েছে কয়েক হাজার মানুষ। জঙ্গল মহল থেকে প্রচুর মানুষ ব্রিগেডে যাবেন বলে বিজেপির পক্ষ থেকে ঝাড়গ্রাম স্টেশনে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। ভোর চার টার সময় ট্রেন হাওড়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও দূরদূরান্ত থেকে মানুষ আসতে সময় লাগার কারণে ট্রেনের সময় সূচি পরিবর্তণ করে পৌনে সাতটা করা হয়।
জেলার বিভিন্ন ব্লক থেকে এবং ঝাড়গ্রাম শহর বিজেপির পক্ষ থেকে পরপর মিছিল এসে পৌঁছয় ঝাড়গ্রাম স্টেশনে। ভোর চারটে পর্যন্ত মিছিলগুলি জমায়েত করে ঝাড়গ্রাম স্টেশনে। গতকাল রাত থেকে ভোর পর্যন্ত নয়াগ্রাম, গোপীবল্লভপুর, সাঁকরাইল, বেলপাহাড়ি, বিনপুর, লালগড় এলাকা থেকে প্রায় আড়াইশোটি বাস ব্রিগেডের উদ্দেশ্য রওনা দিয়েছে বলে বিজেপির জেলা নেতৃত্ব জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেওয়ার জন্য জঙ্গলমহল থেকে হাজার হাজার মানুষের উন্মাদনা আগামী লোকসভা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলার যথেষ্ট ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন।