সোমবার রাতে আমতা বিধানসভার বাকসীহাট অঞ্চলে বিজেপির পতাকা ও বসার জায়গা পুড়িয়ে দেওয়ার অভিযোগের পরে বুধবার সকালে মানকুড় বোসপাড়ায় বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
সূত্রের খবর, বুধবার সকালে মানকুড় বোসপাড়ায় স্থানীয় বিজেপি কর্মী ভাস্কর দে’র বাড়ির নীচে বিজেপির কার্যালয় লক্ষ্য করে ইট ছোড়ার আভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের অভিযোগ, সোমবার রাতে দলীয় পতাকা পোড়ানোর ঘটনায় রাতে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায় দলীয় কার্যালয়ে এসে কর্মীদের নিয়ে বৈঠক করার পরে বুধবার সকালে এই হামলা।
বিজেপি সূত্রে খবর, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পাশাপাশি বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনা সর্ম্পকে বিজেপির হাওড়া গ্রামীন জেলা সভাপতি অনুপম মল্লিক অভিযোগ করেন নির্বাচনে শাসক দলের প্রার্থীর পরাজয় নিশ্চিত জেনে এই ধরনের ঘটনা ঘটিয়েছে।
যদিও তৃণমূলের হাওড়া গ্রামীন জেলা সভাপতি পুলক রায়ের দাবি এটা বিজেপির গোষ্ঠী কন্দোলের ফল। তিনি আভিযোগ করেন, লোকসভায় অনুপম মল্লিক প্রার্থী না হওয়ায় জয় বন্দোপাধ্যায়ের গোষ্ঠীর লোকেরা এই ঘটনা ঘটিয়েছে।