ঝড়ে ক্ষতিগ্রস্তদের কাছে যেতে দেওয়া হল না বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে, বাড়ি ফেরৎ পাঠাল শান্তিপুর থানার ওসি

কোয়ারেন্টাইন না মানায় রাণাঘাট দক্ষিণের সাংসদ জগন্নাথ সরকারকে (Jagannath Sarkar) বাড়ি ফেরৎ পাঠালেন শান্তিপুর থানার (Shantipur police station) ওসি। ঝড়ে ক্ষতিগ্রস্তদের কাছে তাঁকে যেতে দেওয়া হল না বলে অভিযোগ করেছেন।

জানা যায় ,বৃহঃস্পতিবার দুপুর ১২টা নাগাদ শান্তিপুর থানার পাশেই এক কর্মীর বাড়িতে একটি সংবাদমাধ্যমের লাইভ সম্প্রচার এবং গতকালের কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন রাণাঘাট দক্ষিণের সাংসদ জগন্নাথ সরকার। থানা সংলগ্ন ওই স্থান থেকে পথেই সাংসদ জগন্নাথ সরকার কে গাড়ি থামিয়ে শান্তিপুর থানার ওসি সুমন দাস অনুরোধ করেন হোম কোয়ারেন্টাইন মেনে চলার জন্য। খানিকক্ষণ অপেক্ষার পর অবশেষে, তাঁর আরবান্দি অঞ্চলের বড় আড়পাড়ার বাড়িতে তাঁকে যেতে বাধ্য করা হয়। যতক্ষণ না তিনি বাড়িতে ঢোকেন ততক্ষণ শান্তিপুর থানার ওসি সুমন দাস ও তাঁর পেছনে ধাওয়া করেন।


এ বিষয়ে সাংসদ জগন্নাথ সরকার জানান, “নবদ্বীপের চেয়ারম্যান তৃণমূলের হওয়ার কারণে তাঁর প্রতি কোনো নিষেধাজ্ঞা নেই, আর আমি বিজেপি থেকে সাংসদ হওয়ার অপরাধে আমাকে কোয়ারেন্টাইন রাখার ব্যবস্থা। যদি লালা রস একান্তই পরীক্ষা একান্তই করতে হয় তবে আমার বাড়ি এসে নিয়ে যাক স্বাস্থ্য দপ্তর। একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে এই ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র করার যোগ্য জবাব মানুষ দেবে। তবে আগামীকাল আবারও আমি নির্ধারিত কর্মসূচিতে বেরোব”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.