‘তৃণমূলের অন্তিম সময় চলে এসেছে। এরাজ্যে ২০০ র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি।’ বিজেপির মিশন মোদী এগেইন পিএম ডেমোক্রেসি ডেভেলপমেন্ট ট্রাস্টের একটি অনুষ্ঠানে এসে এমনটাই বললেন সংগঠনের রাজ্য কার্যকরী সভাপতি প্রেমকুমার বিশ্বাস।
জলপাইগুড়ির ঐতিহ্য ভবনে আয়োজিত বিজেপির মিশন মোদী এগেইন পিএম ডেমোক্রেসি ডেভেলপমেন্ট ট্রাস্টের একটি অনুষ্ঠানে এদিন বক্তব্য রাখেন তিনি। সেখানেই রাজ্যে বিজেপি আসার বিষয়ে একেবারেই আত্মবিশ্বাসী এই বিজেপি নেতা।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রেমকুমার বিশ্বাস বলেন, “শেষ সময়ে রাবণ যে ধরণের আচরণ করছিল তৃণমূলও তেমনটাই করছে। তৃণমূলের অন্তিম সময় চলে এসেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এরাজ্যে ২০০ র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।”
তিনি আরও জানান, রাজ্যের বিভিন্ন জেলায় মিশন মোদী এগেইন পিএম ডেমোক্রেসি ডেভেলপমেন্ট ট্রাস্টের প্রায় পাঁচ হাজার সক্রিয় সদস্য তৈরি হয়েছে। যারা জেলায় জেলায় প্রতিনিয়ত কাজ করে চলেছে। তাদের নিয়েই এদিন একটি সভা করা হয়। আগামিদিনে এই সংগঠন আরও কীভাবে কাজ করবে সে বিষয়ে রণকৌশল ঠিক করা হয়। রাজ্যের একেবারে ‘তৃণমূল স্তরে’ পৌঁছে গিয়ে কাজ করার নির্দেশ বিজেপি নেতার।
শুধু তাই নয়, সংগঠনের সঙ্গে যুক্ত সদস্যদের এই সভা থেকে নির্দেশ দেওয়া হয় যে, কেন গণতন্ত্র বাঁচাতে ফের প্রধানমন্ত্রী মোদীকেই দরকার তা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। কেন্দ্রের কাজ সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে বলেও সদস্যদের নির্দেশ।
উল্লেখ্য, সামনেই বিধানসভা নির্বাচন। কার্যত প্রেস্টিজিয়াস ফাইট! শাসকদল তৃণমূল কিংবা বিজেপি কেউ কাউকে মাটি ছাড়তে চায় না। একেবারে মায়টি কামড়ে পড়ে আছে দুই রাজনৈতিক দলই। এই পরিস্থিতিতে বাংলা দখলের লক্ষ্যে বারবার বঙ্গে ছুটে আসছেন অমিত শাহ। আগামী কয়েকদিনের মধ্যে ফের বাংলায় আসছেন অমিত শাহ।
শান্তিনিকেতনে যাবেন। যা কিনা অনুব্রতের খাসতালুক হিসাবেই পরিচিত। একদিকে যখন এভাবেই বাংলার মানুষের সঙ্গে হৃদতা তৈরি করছেন অন্যদিকে নেতা-কর্মীদের কার্যত বাংলা দখলের টাস্ক বেঁধে দিয়েছেন অমিত শাহ।
বিজেপি সূত্রের খবর, বাংলায় দলের জনপ্রিয়তা দেখে আসন্ন বিধানসভা নির্বাচনে ২০০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন শাহ। সেজন্য এখন থেকেই সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে বলেছেন দলীয় কর্মীদের।
প্রসঙ্গত, ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সরকার গঠনের জন্য দরকার হয় ১৪৮টি আসন। লোকসভা ভোটের নিরিখে একাধিক বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। যা যথেষ্ট আত্মবিশ্বাস বাড়িয়েছে বঙ্গ বিজেপি শিবিরকে। তবে সেই আত্মবিশ্বাস নিয়ে বসে থাকলে চলবে না।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে শাহের নির্দেশ, মানুষের কথা শুনুন। একেবারে ঘিরে মাদুর পেতে সাধারন মানুষের অভাব অভিযোগ শুনুন। তা সমাধান করার চেষ্টা করুন। শাহের কথা মতো এখন তাই বাংলা দখলের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছেন বিজেপি নেতা-কর্মীরা।