রাজ্যের সাট্টার ঠেকেও বিজেপির হেভিওয়েট প্রার্থীদের রমরমা

আমাদের ভারত, কলকাতা, ২১ মে: রাজ্যের সাট্টার বাজারেও বিজেপির হয়ে বাজি ধরছেন জুয়াড়িরা। রাজ্যে বিজেপি কটা আসন পাবে তা নিয়ে জুয়াড়িদের আগ্রহ কম। তারা বাজি ধরছে বিজেপির হেভিওয়েট প্রার্থীদের ওপর। এই তালিকায় যেমন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রয়েছেন, তেমনি ব্যারাকপুর কেন্দ্রের প্রার্থী অর্জুন সিংয়ের নামও রয়েছে। রানাঘাট, কৃষ্ণনগরেও বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল রয়েছে বলে মনে করছে জুয়াড়িরা। এই জুয়া যেমন রাজ্যস্তরে চলছে, তেমনি জেলাস্তরেও চলছে।

নদীয়ার রানাঘাটে সাট্টার ঠেকগুলিতে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে বাজি ধরেছে সবথেকে বেশি। কৃষ্ণনগরেও কল্যান চৌবের হয়ে অনেক জুয়াড়ি বাজি ধরেছে। প্রসঙ্গত, নির্বাচনী বুথ ফেরৎ সমীক্ষা প্রকাশ হবার পর সোমবার সেনসেক্স উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। তেমনি বুথ ফেরৎ সমীক্ষা সামনে আসতেই সাট্টার ঠেকে বিজেপির হয়ে বাজি ধরছে জুয়াড়িরা।
শিয়ালদ স্টেশানের বাইরে ফুটপাথগুলিতে রোজ সকালে বসে সাট্টা। সেখানেও রাজ্যের প্রত্যেকটি আসন ধরেধরে চলছে জুয়া। তারমধ্যে অবশ্যই বিজেপি প্রার্থীর হয়ে সব থেকে বেশি টাকা ইনভেষ্ট করছেন জুয়াড়িরা। সবথেকে বেশি টাকা লাগান হয়েছে ব্যারাকপুর আসন নিয়ে। বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হয়ে শিয়ালদহে জুয়ার আসরে সবথেকে বেশি টাকা ইনভেষ্ট করেছে জুয়াড়িরা। পিছিয়ে নিয়েই দিলীপ ঘোষের আসনও। তার আসনেও অনেক জুয়ারী টাকা ইনভেষ্ট করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.