চন্দ্র বসুর প্রথম দিনের প্রচারেই অশান্ত হল রাসবিহারী। তৃণমূলের হামলায় হোলির দিন রক্তাক্ত হলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, শুক্রবার খোদ মুখ্যমন্ত্রীর এলাকায় তৃণমূলী সন্ত্রাসের শিকার হন বিজেপি কর্মীরা। রাসবিহারী মন্ডল ১ এ বিজেপি কর্মীরা শুক্রবার চন্দ্রবসুর সমর্থনে পোষ্টার মারতে শুরু করে। দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী চন্দ্র বসুর অভিযোগ, বিজেপি কর্মীদের পোষ্টার মারার সময় হামলা চালিয়েছে তৃণমূল প্রার্থী মালা রায়ের কর্মীরা। একেবারে তার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে বিজেপি কর্মীদের উপর এমন হামলার ঘটনা ঘটে। হামলায় তিন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে জানান চন্দ্র বসু।
তিনি অভিযোগ করেন, শাসক দলের উচ্চ নেতৃত্বের মদতেই এই সংগঠিত হামলা হয়েছে। তবে এদিনের এই হামলাতে মালা রায়ের সমর্থকরা বিজেপিকে কোন মতেই আটকাতে পারবে না বলে জানান চন্দ্র বসু। তিনি বলেন, মালা রায় একজন সন্মানীয় রাজনৈতিক ব্যাক্তি। উনি নিজের সন্মান রাখতে বিজেপির উপর হামলার ঘটনার ব্যাবস্থা নেবেন, আর তিনি যদি সেই কাজ না করেন তবে মালা রায় রাজনীতিতে নিজের সন্মান নিজে নষ্ট করবেন বলে জানান চন্দ্র বসু। আহত বিজেপি কর্মীরা এখন সকলে ভালো আছে বলেও জানান চন্দ্র বসু।