রাজ্যের সবকটি আসনে আগেই প্রার্থী দেওয়া হয়ে গিয়েছিল বিজেপির। বাকি ছিল আর একটি আসন। সেই আসনে প্রার্থী দিল বিজেপি। দুর্গাপুর কেন্দ্রে এসএস আলুওয়ালিয়ার নাম ঘোষণা করল বিজেপি। রবিবার সেই তালিকা প্রকাশ করা হয়েছে।
এছাড়া কৃষ্ণগঞ্জে উপনির্বাচনের জন্যও এদিন প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। আশীষ কুমার বিশ্বাসের নাম ঘোষণা করা হয়েছে।
গত লোকসভা নির্বাচনে দার্জিলিং থেকে জিতে সাংসদ হন আলুওয়ালিয়া। এবার তাঁকে দার্জিলিং থেকে টিকিট দেওয়া হয়নি। দুর্গাপুর কেন্দ্রের নাম একেবারে শেষে ঘোষণা হওয়ায় জল্পনা বাড়ছিল। এই কেন্দ্রের জন্য সদ্য বিজেপিতে যোগ দেওয়া অগ্নিমিত্রা পালের নামও উঠে এসেছিল।
নাম ঘোষণা হওয়ার পর দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আলুওয়ালিয়া। সংবাদসংস্থা পিটিআই-কে তিনি জানিয়েছেন, ছাত্রাবস্থায় ওই এলাকাতেই থাকতেন তিনি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তাই এখান থেকে টিকিট পেয়ে তিনি খুশি।
এই নিয়ে বিজেপি মোট ৪০৮টি আসনের প্রার্থী ঘোষণা করল। আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন, চলবে ১৯ মে পর্যন্ত।