মোদীর বিশেষ স্কিমে ১০ হাজার টাকা অগ্রিমের সুবিধা! জানুন বিস্তারে

হোলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে হাসি ফোটালো মোদী সরকার বিশেষ উৎসব অ্যাডভান্স স্কিম(Special Festival Advance Scheme)। সপ্তম বেতন কমিশন(7th Pay Commission) কার্যকর করার সময় ফেস্টিভাল অ্যাডভান্স স্কিমের এই বিধানটি ছিল না। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় অগ্রিম প্রকল্প (advance scheme) হিসাবে ৪ হাজার ৫০০ টাকা নেওয়ার ব্যবস্থা ছিল।তবে এ বছর কেন্দ্রীয় সরকারের বিশেষ এই প্রকল্পের মাধ্যমে কর্মীরা বিনা সুদে ১০,০০০ টাকা অগ্রিম নিতে পারবেন।বিশেষ উৎসব অগ্রিম প্রকল্পের আওতায় নগদ টাকা গ্রহণের শেষ তারিখটি হল ৩১ শে মার্চ ২০২১।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সম্প্রতি বলেছিলেন যে, উৎসবগুলির জন্য দেওয়া এই অগ্রিমটি Pre Loaded হবে।এই অর্থ ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা ব্যয় করতে পারবেন।করোনার সময়ে কেন্দ্রীয় সরকার যেভাবে কর্মীদের ডিএ আটকে দিয়ে তা বড় ধাক্কা দিয়েছে।এমন পরিস্থিতিতে এই উৎসব অ্যাডভান্স স্কিম কর্মীদের জন্য বড় স্বস্তি দেবে।এবং হোলির মতো বড় উৎসব আনন্দে কাটাতে পারবে।

বিনা সুদে এই অগ্রিম দেওয়া হবে এবং এটি ১০ টি সহজ কিস্তিতে ফেরত দেওয়া যেতে পারে।সমস্ত সরকারী কর্মচারীদের এই লোন দেওয়া হবে প্রি-পেইড রুপে কার্ড আকারে।এছাড়াও কেন্দ্রীয় সরকারের মত রাজ্য সরকারেরও ফেস্টিভাল অ্যাডভান্স স্কিমের ব্যবস্থা আছে।

কেন্দ্রীয় সরকারের লক্ষ লক্ষ কর্মচারী দীর্ঘদিন ধরে সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের জন্য অপেক্ষা করছেন।২০২১ সালের ১ এপ্রিল থেকে দেশে একটি নতুন মজুরি কোড কার্যকর করা হবে বলে আশা করা হচ্ছে, এর পরে কর্মীদের বেতন কাঠামো বদলে যাবে। এই পরিবর্তনটি সরাসরি কর্মীদের গৃহস্থালীর বেতনকে প্রভাবিত করবে।

২৯ শে মার্চ দেশজুড়ে পালিত হবে হোলি উৎসব। এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। হেলি যেহেতু মাসের শেষ দিন, তাই স্বাভাবিক যে এই সময়ের মধ্যে বেতন শেষ হয়েছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় কর্মচারীদের হোলি উদযাপনের জন্য কেন্দ্রীয় সরকার একটি বিশেষ অফার হাসি ফুটিয়েছে কর্মচারীদের মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.