রাজ্যের বিরুদ্ধে ফোন ট্যাপ করার অভিযোগে কমিশনের দ্বারস্থ ভারতী ঘোষ। তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে ফোন ট্যাপ করছে রাজ্য সরকার। আমি একটি জাতীয় দলের লোকসভার প্রার্থী। কিন্তু রাজ্যের পুলিশ আমার সঙ্গে দুর্ব্যবহার করছে বলে অভিযোগ করেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। ঘাটাল লোকসভা কেন্দ্রে আমার পুরো মুভমেন্ট ফলো করছে পুলিশ। তাতে আমার অবশ্য কোন বক্তব্য নেই। তাবলে আমার ফোন ট্যাপ করতে পারে না রাজ্য। আমি এই ঘটনা নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছি বলে সোমবার জানান ভারতী ঘোষ। সকালেই এ ব্যাপারে আমার আইনজীবী কমিশনে অভিযোগ জানিয়ে চিঠি পাঠিয়েছেন বলে দাবি করেন ভারতী ঘোষ।
এদিন দুপুরে অবশ্য ভারতী ঘোষের আইনজীবী পিনাকী ভট্টাচার্য নির্বাচন কমিশন দফতরে আসেন। রাজ্যের মুখ্যনির্বাচন কমিশনারের সঙ্গে সরাসরি দেখা করেন তিনি। তারপর ভারতী ঘোষের হয়ে কমিশন দফতরে লিখিত অভিযোগ করেন পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, ফোন ট্যাপ করে রাজ্যের পুলিশ তাঁর নির্বাচনী প্রচারের কৌশল জেনে নিচ্ছে। ভারতী ঘোষ নিজে একজন আইপিএস অফিসার ছিলেন। তাই তিনি এই ফোন ট্যাপের বিষয়টি ভালোভাবে বুঝতে পারেন বলে জানান তিনি। আমরা সোমবার কমিশনে বলেছি। এরপর ভারতী ঘোষ নেটওয়ার্ক কোম্পানীর সঙ্গে কথা বলবেন। এমনকি এই ঘটনা নিয়ে রাজ্যের বিরুদ্ধে আদালতে যাওয়ারও হুমকি দিয়েছেন ভারতী ঘোষের আইনজীবী।