কোনও সভ্যভদ্র মানুষের পক্ষে আর তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়ানো সম্ভব না, মন্তব্য বিজেপি নেত্রী ভারতী ঘোষের। ভারতীর কথায় আসন্ন ২০২১-এর বিধানসভা ভোটে বহু তৃণমূল বিধায়ক নিজের দলের টিকিটে আর দাঁড়াতে চাইছেন না।
প্রসঙ্গত, এদিন হুগলির কোন্নগরে বিজেপির মহিলা মোর্চার উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্টিত হয়, সেখানেই বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ।
অনুষ্ঠানে নিজের বক্তব্যে ভারতী বলেন, ‘ভদ্রসভ্য মানুষ তৃণমুল করতে পারছে না। তাঁরা মমতার দলের টিকিটে দাঁড়াতেও চাইছেন না।’
বিজেপি নেত্রীর কটাক্ষ, ‘যাঁদের সাইকেল কেনার ক্ষমতা ছিল না তাঁরা এখন স্করপিও গাড়ি চাপছেন।’ বিগত লোকসভা ভোটে ঘাটালের বিজেপি প্রার্থী আরও বলেন, ”রাজনৈতিক ভাবে তৃণমুল বাংলা থেকে বিলুপ্তি হয়ে গেছে, তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাড দিতে হচ্ছে ‘দিদিকে বলো’। এমনকী ভাড়া করে আনতে হয়েছে প্রশান্ত কিশোরকে।”
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রাক্তন আইপিএসে’র বক্রক্তি, ”এই রাজ্যে পুলিশের কোনও স্বাধীনতা নেই, কোনও দুস্কৃতীকে গ্রেফতার করতে গেলে তৃণমুল নেতাদের আগাম অনুমতি নিতে হয়। হাজার অন্যায় করলেও শাসক দলের নেতা যদি বলে দুষ্কৃতী গ্রেফতার হবে না, তা হলে গ্রেফতার হবে না।’