ঠাণ্ডায় কাঁপছে বঙ্গভূমি, কলকাতায় ৩ ডিগ্রি নামল পারদ

একেই বলে হাড় কাঁপানো শীত| বাধাহীনভাবে বঙ্গে প্রবেশ করছে উত্তুরে হাওয়া, ফলে শীতের দাপট বাড়ছে| কলকাতায় বুধবার এক ধাক্কায় ৩ ডিগ্রি নামল পারদ, এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন| ৩ ডিগ্রি নামার পর কলকাতার পারদ নেমেছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে| এই মরশুমে এর আগে তাপমাত্রা নেমেছিল ১৫.৯ ডিগ্রিতে| বহু দিনের প্রতীক্ষার পর অবশেষে জাঁকিয়ে শীত পড়ল বঙ্গভূমিতে| বুধবার ভোর থেকেই ঠাণ্ডা উত্তুরে হাওয়া কাঁপুনি ধরিয়ে দিয়েছে শরীরে|
স্বাভাবিকভাবেই কলকাতার তুলনায় আরও বেশি ঠাণ্ডা পড়েছে গ্রাম বাংলায়| কলকাতার তুলনায় দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা আরও নেমেছে| বিশেষ করে শ্রীনিকেতন ও আসানসোলে| আবহবিদরা জানিয়েছেন, বাধাহীনভাবে উত্তুরে হাওয়া বাংলায় প্রবেশ করছে বলেই শীতের দাপট বাড়ছে| আপাতত এই পরিস্থিতি স্থায়ী হবে বলে আশা করেছেন আবহবিদরা| ফলে পৌষের আগমণেই কাঁপছে গোটা বঙ্গভূমি| দেরিতে হলেও অবশেষে কাঁপানো শীতের আগমণ হল বাংলায়| শীতের কামড় ভালই বুঝছেন সাধারণ মানুষ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.