চাকরি থেকে ইস্তফা দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। মিল্লি আল আমিন কলেজের প্রাক্তন টিচার-ইন-চার্জের পদ থেকে সম্প্রতি তাঁকে বদলি করা হয়েছিল রাজা রামমোহন রায় কলেজে। বলা হয়েছিল জনস্বার্থে তাঁর এই বদলি কার্যকর করা হল। কিন্তু, নতুন কলেজে যোগ দেওয়ার বদলে চাকরি ছেড়েই দিলেন শোভন চট্টোপাধ্যায়ের (Shovan Chatterjee) বান্ধবী। গত কয়েক বছরে মিল্লি আল আমিন কলেজের প্রাক্তন টিচার-ইন-চার্জের পদ থেকে রাজ্য সরকারের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়িয়েছিলেন বৈশাখী। বিশেষ বন্ধু শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বিজেপি-তে যোগ দিলে সেই সমস্যা আরও তীব্র হয়। কিন্তু, কখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কখনও আবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন শোভন-বৈশাখী।
সম্প্রতি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের একটি মন্তব্যকে ঘিরে বিরাগভাজন হয় বৈশাখীর। মিল্লি আল আমিন কলেজের প্রাক্তন টিচার-ইন-চার্জের পদ থেকে তাঁকে সরানো নিয়ে ফিরহাদ হাকিমের মন্তব্যের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সঙ্গে দুবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankar) সঙ্গে সাক্ষাৎ করে প্রতিবাদ জানান বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তাঁকে বদলি করার ঘটনায় আগুনে ঘি পড়ে। শেষমেশ চাকরি থেকে ইস্তফা দিয়ে যাবতীয় বিতর্কের অবসান ঘটালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এখনও ২২ বছর চাকরি ছিল তাঁর।