মুখ্যসচিবের সঙ্গে মদ্যপানের আসরে মুখ্যমন্ত্রীর ভাই, ছবি পোস্ট করে তীব্র আক্রমণ বাবুলের, ‘ফেক পোস্ট’ অভিযোগ করল কলকাতা পুলিশ

ফেক পোস্ট, পুলিশি তৎপরতা ও রাজনৈতিক আক্রমণে সোশ্যাল মিডিয়া সরগরম।

পশ্চিমবঙ্গে (west bengal)করোনা (corona)আক্রান্ত এবং মৃত্যুর তথ্য ঘিরে কেন্দ্র-রাজ্য চাপানউতোর তুঙ্গে। এরই মধ্যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্যের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় (Babul Supriya)রাজ্যের মুখ্যসচিবের (Chief Secretary of State)সঙ্গে মুখ্যমন্ত্রীর ভাইয়ের মদ্যপান করার ছবি ফেসবুকে পোস্ট করে তীব্র আক্রমণ করেন। এর আগে গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) গণতান্ত্রিক ভাবে উৎখাতের ডাক দিয়েছিলেন বাবুল সুপ্রিয়।

অভিযোগ, এদিন বাবুল সুপ্রিয়র পোস্ট করা ছবিতে দাবি করেছেন, রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার(Rajiv Sinha)সঙ্গে নাকি দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কেKartik Banerjee)। সেই সঙ্গে আরও বেশ কয়েকজনও সেই ছবিতে রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের মুখ দেখা যাচ্ছে না।

https://www.facebook.com/BabulSupriyoOfficial/photos/a.594160353960110/3066707806705340/

ছবিটি পোস্ট করে বাবুল সুপ্রিয় লিখেছেন, “কারো ব্যক্তিগত মুহূর্তের ছবি নিয়ে নোংরামি করার মানসিকতা বা রুচি আমার নেই.. কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আর মুখ্যমন্ত্রীর ভাইকে এই ছবিটিতে একসাথে দেখা যাচ্ছে !!  বিজেপি কোন গোপন ক্যামেরাতে এ ছবিটি তোলেনি !! সকাল থেকেই এই ছবিটি ভাইরাল… মাননীয়া মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক ব্যানার্জী চিফ সেক্রেটারীর সাথে ড্রিংক করছেন কেন এই প্রশ্ন উঠবেনা?””

বাবুল সুপ্রিয় আরও লেখেন, “তৃণমূল – দিদি – CS বলতেই পারেন এটা ভুয়ো ছবি !! আর কিছু বলছি না শেষে একটি জিনিস খালি বলবো – হুইস্কির সাথে কোনো ছবি থাকা কিন্তু অপরাধ নয় তাই ওই নিয়ে যারা মুখ্যসচিবকে কুকথা বলছেন তার সাথে আমি একমত নই ! তৃণমূলের সাথে ওনার কোনো অশুভ আঁতাত আছে কিনা প্রশ্ন সেটাই !!”

এর আগে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গণতান্ত্রিক ভাবে উৎখাতের ডাক দিয়ে বাবুল সুপ্রিয় টুইটে বলেন, বাংলার মানুষের হিতে যদি কাউকে গণতান্ত্রিক ভাবে উৎখাত করতে হয়, তিনি হলেন রজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান হয়েও বাংলার মানুষের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছেন তিনি।

এই নিয়ে ‘ফেক পোস্ট’ এর অভিযোগ দায়ের করেছে কলকাতা পুলিশ এবং জানানো হয়েছে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাবুল সুপ্রিয় অবশ্য এই অভিযোগ নস্যাৎ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.