অবশেষে সরকারী হাসপাতালে চলা অচলাবস্থা কাটার ইঙ্গিত। রবিবার জুনিয়র ডাক্তারদের আলোচনার প্রস্তাব দেওয়ার পরই নবান্নের তরফে আলোচনার উদ্যোগ নেওয়া হল। সোমবার নবান্নে চিকিৎসকদের আলোচনার জন্য ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন স্বাস্থ্য সচিব এবং মুখ্য সচিব।
রাজ্যের ১৪ টি মেডিক্যাল কলেজ থেকে ২ জন করে প্রতিনিধিকে ডাকা হয়েছে বলে সূত্রের খবর। সরকারি বৈঠকের নিয়ম মেনে ছাত্রদের একটি দাবি মানছে না রাজ্য। জুনিয়র ডাক্তাররা দাবি ছিল, বৈঠক করতে হবে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে। কিন্তু, সেই দাবি মানতে নারাজ রাজ্য সরকার। আগামীকাল দুপুর ৩ টের বৈঠকের দিকে তাকিয়ে রাজ্যের আম জনতা!