বিদ্যাসাগর কলেজে মূর্তি ভাঙা প্রসঙ্গে টিএমসিপি-কেই কাঠগড়ায় তুললেন বিশিষ্ট আইনজীবী অরূনাভ ঘোষ। এদিন ক্যাম্পেন কলিং মিডিয়ায় তিনি বলেন, ‘আমি বিজেপির ভয়ানক বিরোধী। কিন্তু এটা উকিলের চোখেই ধরা পড়েছে মূর্তি টিএমসিপি ভেঙেছে’।
মূর্তি ভাঙা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিও-এর প্রসঙ্গে টেনে অরুনাভ বাবু বলেন, ‘একটা বাড়িতে চেয়ার টেবিল ভাঙা হলে তা কখনোই বাড়ির বাইরে নিয়ে গিয়ে কেউ ভাঙবেন না। সেখানেই ভেঙে ফেলে দেবেন।’ এখানেই থেমে থাকেননি তিনি। গরমের ছুটিতে কলেজ বন্ধ থাকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সরকার তো ৩রা মে থেকে ছুটি ঘোষণা করেছে। বিদ্যাসাগর কলেজের সান্ধ্য বিভাগের ছেলেরা এত ভালো যে ওখানে গিয়ে বসে আছে। এমনিতে তো কেউ ক্লাস করে না।’
এছাড়াও তিনি বলেন, ‘যেকোনও পার্টি অফিস ভাঙার সময় দেখবে পার্টির ছেলেরা গিয়ে আগে ফোটো গুলো ভেঙে দেয়। সিমপ্যাথি পাওয়ার জন্যই’।
এখানেই থেমে থাকেননি তিনি। এদিন মূর্তি ভাঙার প্রসঙ্গে টেনে মিডিয়াকেও দুষলেন তিনি।
অরুনাভ ঘোষের পুরো সাক্ষাতকারটি দেখতে ক্লিক করুন ভিডিওতে