আর্টিকল ৩৫ এ এবং ৩৭০ বিলোপ: কলকাতায় সিপিএম মিছিলে, বিজেপি উৎসবে

কাশ্মীরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের গৃহবন্দী করেছে কেন্দ্রের মোদী সরকার। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সিপিএম।

সোমবার কলকাতার রাস্তায় বিশাল মিছিল নামাবে সিপিএম। অন্যদিকে সংসদে আর্টিকেল ৩৭০ এবং আর্টিকেল ৩৫ এ বিলোপ হওয়ার পর উৎসবে মেতেছে রাজ্য বিজেপি নেতারা।

সোমবারের তপ্ত দুপুরেই কলকাতার কাকুরগাছিতে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। অন্যদিকে, বিজেপি প্রভাবিত ছাত্র সংগঠন এবিভিপি জম্মু ও কাশ্মীরে আর্টিকলে ৩৫ এ এবং আর্টিকেল ৩৭০ বিলুপ্তিকরণ কে স্বাগত জানিয়েছে।

কাশ্মীরে রবিবার মাঝ রাত থেকেই সিপিএম নেতা মহম্মদ ইউসুফ তারিগামি, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা, পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, পিপলস কনফারেন্স নেতা সাজ্জাদ লোনকে গৃহবন্দি করা হয়েছে।

ইতিমধ্যেই শ্রীনগর সহ বিরাট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপত্যকায়, সমস্ত ধরনের রাজনৈতিক এন্ড সামাজিক সভা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।

পাক সন্ত্রাসবাদীরা হামলা করতে পারে এই আশঙ্কায় অমরনাথ যাত্রা বাতিল করা হয়েছে। স্কুল, কলেজ বন্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.