ফের উত্তপ্ত ব্যারাকপুর। এবার তৃণমূল বিজেপি-সংঘর্ষ তেঁতুলিয়ায়। আবারও আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। এইসঙ্গে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালাল সংবাদমাধ্যমের উপরেও।
প্রসঙ্গত, তেঁতুলিয়ার একটি বুথে বিজিপির এজেন্টকে বসতে দেয়া হচ্ছে না খবর পেয়ে অর্জুন সিংহ তেঁতুলিয়ায় হাজির হন। তেঁতুলিয়া এফপি স্কুলে তিনি যখন আসেন তখন ঘড়ির কাঁটা তিনটে পেরিয়েছে। অর্জুন গাড়ি থেকে নামতেই তৃণমূলের দলীয় কর্মীরা তাঁকে লক্ষ্য করে বিহারে পাঠিয়ে দেওয়া হবে সহ একাধিক স্লোগান দেন। পাল্টা বিজেপি কর্মী সমর্থকরাও তৃণমূল কর্মীদের লক্ষ্য করে জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে। তখনই দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। পরে শুরু হয় তুমুল ইটবৃষ্টি। বিজেপির একাধিক দলীয় কর্মী ইটের আঘাতে আহত হয়। গোলমালে অর্জুন সিংহও জড়িয়ে পড়েন। এদিকে ঝামেলার ছবি তোলায় তৃণমূল কর্মীদের রাগ গিয়ে পড়ে সংবাদ মাধ্যমের উপর।
ঘটনায় সংবাদমাধ্যমের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন বেশ কয়েক জন সংবাদিক। পরে সিআরপিএফ দ্রুত পরিস্থিতি সামাল দেয়। অর্জুন সিংহকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় তারা। অনেক পরে রঙ্গমঞ্চে অবতীর্ণ হয় রাজ্য পুলিশ।