নীল রায়:
‘ভয় পেয়েই আমার সভা বাতিল করেছেন দিদি!’ এভাবেই ক্যানিংয়ের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। জয়নগরের বিজেপি প্রার্থী অশোক কান্ডারীর সমর্থনে বক্তৃতা দেন শাহ। তিনি বলেন, “দিদি আমার মিটিং-এ অনুমতি দিচ্ছেন না। দিদি আসলে ভয় পেয়েছেন। কিন্তু মমতাদিদি আপনি কান খুলে শুনে নিন, আমাকে বলতে দিন আর না দিন, তৃণমূল এ বার হারছেই। কেউ ঠেকাতে পারবে না।”
উল্লেখ্য, এদিন বারুইপুরের সীতাকুণ্ডতে অমিত শাহের সভার অনুমতি শেষ মুহূর্তে বাতিল করে দেয় পুলিশ। যার রেশ ধরেই এমন কথা বলেন শাহ। মুখ্যমন্ত্রীর সাংসদ ভাইপোর নাম না করে অমিত শাহ বলেন, “বাংলায় এখন সিন্ডিকেট রাজ চলছে। আর কিছু করতে গেলেই বাংলার জনতাকে ‘ভাতিজা ট্যাক্স’ দিতে হয়। এই জমানার শেষ করতেই হবে।” প্রসঙ্গত, গত ৪ মে চন্দ্রকোনা টাউনের রাধা বল্লভপুরগ্রাম দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় পাশ করছিল। এমন সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন বিজেপি সমর্থক “জয় শ্রী রাম” ধ্বনি দেন। “জয় শ্রী রাম” শুনেই মুখ্যমন্ত্রী রেগে যান। কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে তেড়ে যাওয়ার ভঙ্গিতে বিজেপি সমর্থকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “ওই পালাচ্ছিস কেন? সব হরিদাস পাল! খালি গালাগালি দেবে।” পরে ওই বিজেপি নেতা ও কর্মীদের গ্রেফতারও করা হয়। এদিন সেই ঘটনার কথা উল্লেখ করে বিজেপি সভাপতি বলেন, “আমি জয় শ্রীরাম বলছি। পারলে আমাকে গ্রেফতার করে দেখান দিদি।”